আমাদের উদ্দেশ্য
স্বাগতম, প্রথমে আপনাকে লাল গোলাপের
শুভেচ্ছা " আমরা
আমাদের জন্য " গ্রুপের ব্লগ সাইট ভিজিট করার জন্য । আমাদের লক্ষ্য কোন
ব্যক্তি, স্বার্থ, ধর্ম, প্রতিষ্ঠান নির্বিশেষে
মানবতা নিয়ে অমানবেতর জীবনযাপন করা ব্যক্তিদের পাশে দাঁড়ানো । আমরা আমাদের
চারপাশে বিভিন্ন ধরনের মানুষকে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে দেখেছি । আমরা
অনেকেই চাই তাদের পাশে দাঁড়াতে কিন্তু জানি সাধ এবং সাধ্যের ব্যবধানে সমর্থ হই না
। আমাদের এই সামর্থ্যকে সমৃদ্ধ করার জন্যই আমাদের এই সংগঠন । পুরা বিশ্বে সমস্যার
শেষ নেই আমরা জানি আমাদের সীমাবদ্ধতা । আমরাও সকল সমস্যার সমাধান করতে পারবোনা , সমস্যা থেকেই সংগঠনের সৃষ্টি
তাইতো বুক ভরা আশা নিয়ে এই ক্ষুদ্র প্রয়াস । আমরা দেখেছি চিনাতে অবস্থানরত ছাত্ররা
বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়েছে , অনেক জনকে প্রতারিত হতে দেখেছি অনেক মাকে
চিকিৎসার অভাবে ছটপট করতে দেখেছি অনেককে ব্যবসায় প্রতারিত হয়ে আত্মহত্যা পর্যন্ত
করতে দেখছি ।
ঈসা আলাই সাল্লাম আল্লাহর
সাথে সরাসরি কথা বলতে পারত তো একদিন নবীজি আল্লাহতালাকে বললেন , হে খোদা যদি আমি তোমারে
স্থানে আর তুমি আমায় স্থানে থাকতে তাহলে তুমি আমার কাছ থেকে কি চাইতে আল্লাহ বলল
সুস্থতা । সূত্র হাদিস
হে ভাই
আমরা যারা সুস্থ আছি এটাই সৃষ্টিকর্তার কাছে সবচেয়ে বড় পাওয়া । তাইতো যখনই কোন
অসুস্থ মানুষকে সাহায্যের জন্য আপনাদেরকে বলেছি কেউ নিরাশ করেননি সবচেয়ে আনন্দের
বিষয় হল আজ পর্যন্ত কেউ আমাদের কাছে এসে খালি হাতে ফেরত যায় নি । কোন কোন
ক্ষেত্রে অনেক বড় অঙ্কের টাকা ও উঠেছে । এটাই প্রমাণ করে যে মানুষের মানবতা মরে
যায়নি শুধু একটু ভীত, যে আমার কষ্টের টাকাটা নষ্ট হচ্ছে না তো । তাইত
এই ব্লগ সাইট তৈরি করা , যার মাধ্যমে আমাদের
কাজকর্মগুলো তুলে ধরা হবে । এতে স্বচ্ছতা অনেক বৃদ্ধি পাবে পাশাপাশি বিভিন্ন ছাত্র
ও ব্যবসায়ী ভাইয়েরা তাদের পরামর্শ গুলো তুলে ধরতে পারবে । যা আমাদের অনেক
সাহায্য করবে বলে মনে করছি । তাই আমাদের এই ব্লগ সাইটটি যত বেশি বেশি পারেন শেয়ার
করবেন , অন্যদের সাথে নিজেও ফলো
করবেন এবং অন্যদেরও ফলো করতে উৎসাহিত করবেন । যেন সকল আপডেট ঠিক সময় মত পান
তাহলেই ঠিক সময় মত আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন ।
সর্বশেষে, একটা কথাই বলবো যে পৃথিবীতে
অনেক সংগঠন আছে হচ্ছে হবে আবার হারিয়ে গেছে যাচ্ছে যাবে । কারণ সমস্যা থেকেই
সংগঠনের সৃষ্টি যেখানে সমস্যা নেই সেখানে সংগঠনের নেই । বাংলাদেশ স্বাধীন হয়ে
গেছে তাই আর মুক্তিকামী সংগঠনের দরকার নাই । আমরাও একসময় হারিয়ে যাব তাই কি
পেলাম আর কি পাব তা নিয়ে চিন্তা না করে কি দিতে পারলাম আর কি দিতে পারব তা নিয়ে
চিন্তা করি । তাহলেই আমাদের এই সংগঠন আরো শক্তিশালী সমৃদ্ধ হয়ে সকলের সাহস
যুগিয়ে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি হবে । তাই আমাদের এই সংগঠনের
মধ্যদিয়েই সকলে মিলে সমবেত কণ্ঠে সমস্বরে সম্মিলিত ভাবে সোনার বাংলা গড়ার প্রত্যয়
ব্যক্ত করি । ( ধন্যবাদ )
No comments