সাহায্যের জন্য পোস্ট

মানুষ মানুষের জন্য। যতদিন জীবন থাকবে ততদিন অন্যের জীবন বাঁচাতে সদা প্রস্তুত থাকবো।

রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলা হয়ে তিনকুনিয়ায় তার গ্রাম।ছেলেটির নাম পূর্ণজ্যেটি তঞ্চঙ্গ্যা।পিতা:ধননজয় তঞ্চঙ্গ্যা(কৃষক)।মাতা:সিরাবি তঞ্চঙ্গ্যা(গৃহিণী)।পিতা মাতার কোলে করে হেঁসে খেলে প্রায় ৯টি বছর বেশ সুন্দরভাবে কাটিয়ে দেয় ছেলেটি।তখন সে মাত্র চতুর্থ শ্রেণিতে একজন মেধাবি ছাত্র হিসেবে উত্তীর্ণ হয়েছিল।আর ঠিক তখনই হঠাৎক্রমে ছেলেটির শরীরে একটা মারাত্নক রোগ বাস করা শুরু করে।তারপর থেকেই ছেলেটির কথা বলা,হাটা চলা ধীরে ধীরে বন্ধ হতে থাকে।রোগ নিরাময়ের জন্য তার পিতা ধননজয় তঞ্চঙ্গ্যা অনেক কবিরাজের পরামর্শ নেন। তাদের সেবায় ছেলেটির কিছুটা উন্নতি হলেও পরে আবারও তার শরীরের অবনতি দেখা দেয়।পরে তার বাবা ভালো চিকিৎসার জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।ভর্তি করানোর পরে তাকে সিটি স্ক্যান থেকে এম আর আই টেষ্ট ও করানো হয়। রিপোর্টে ডাক্তার জানান পূর্ণজ্যেটির ব্রেইনে সমস্যা এবং লিভারেরও সমস্যা রয়েছে সাথে নিউমোনিয়া রোগের লক্ষণও পাওয়া গিয়েছে ।তারা বলেন টানা দু মাস তাদের চিকিৎসানুযায়ী ট্রিটমেন্ট করালে পূর্ণজ্যেটি সুস্থ হয়ে উঠবে বলে আশ্বাস দেন।তারা হাসপাতালে ৩সপ্তাহ ধরে পড়ে রয়েছে।পূর্ণজ্যেটির প্রতিদিনের চিকিৎসার খরচ ২০০০+ টাকা লাগে।তার বাবার যা ছিল তা দিয়ে যথেষ্ট চেষ্টা করেছেন।তবে অধিক সময় ধরে এই চিকিৎসার খরচ একা বহন করা পূর্ণজ্যেটির বাবার পক্ষে খুবই দুঃসাধ্য হয়ে পড়ছে।

 

তাই আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি যে যতটুকু পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিন।হয়তোবা আমাদের কয়েকটা টাকার বিনিময়ে একটা ছেলে তার ভবিষ্যৎ নতুন করে ফিরে পাবে। 

যারা পূর্ণজ্যেটির সহায়তায় এগিয়ে আসতে চান তারা দয়া করে নিচের অপশনে যোগাযোগ করুন।আর পোষ্ট টি শেয়ারের মাধ্যমে অন্যকে সাহায্য করার সুযোগ করে দিন।হয়তো আপনার একটা শেয়ার অপশনই পূর্ণজ্যেটিকে বাঁচাতে পারে এটাই আমার বিশ্বাস।

🛰️যোগাযোগ:

০১৮৬৬৮৬৬৬৩৯(রিটন তঞ্চঙ্গ্যা)।বিকাশ পার্সোনাল

রোগীর কাকা।

বিস্তারিত জানতেঃ

আপনারা চাইলে সরাসরি ফোনে যোগাযোগ করতে পারেন।রোগীর  বাবার নাম্বারে 

মোঃ01553907750

@all people 

 











No comments

Powered by Blogger.